শিরোনাম
◈ বাংলাদেশ যুক্তরাষ্ট্র্রের শুল্ক হ্রাসে যেসব প্রস্তাব দেওয়ার চিন্তা করছে  ◈ আত্মসমর্পণ করে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর জামিন আবেদন ◈ ইসরায়েলি নজরদারি টুল প্যারাগনের স্পাইওয়্যার ব্যবহার করছে বিশ্বের ৬ দেশ! ◈ প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড ◈ গাজায় ইসরায়েলের অবিরাম হামলা চলছেই ◈ এবার ট্রাম্পকাণ্ড নিয়ে যা বললেন বারাক ওবামা ◈ ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান ◈ আবারও সাকিব আল হাসানকে জরিমানা ◈ আওয়ামী লীগ নেতাদের মামলার তদন্ত শেষ পার্যায়ে, দুই মাসের মধ্যে চার্জশিট দাখিল 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৩, ১২:১০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৩, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কারওয়ান বাজার ১নং রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহম্মদ আলী (৫৫) নামে এক চাউলের গোডাউনের শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে সুজন আলী জানান, তার বাবা কাওরানবাজার এক নং রেলগেট এলাকায় একটি চাউলের গোডাউনের শ্রমিক হিসাবে কাজ করতেন। বিকেলে রেস্ট নেওয়ার জন্য রেলগেট লাইনের পাশে বসে ছিলেন। সেখানে  ব্রিজের কাজ চলছিল সেখান থেকে সবাই তাকে বলে রেললাইনের ফাঁকে গিয়ে বসেন। এমনিতে তিনি কানেও কম শোনেন পরে তিনি সেখান থেকে হেঁটে রাস্তার পার হচ্ছিলেন সে সময় দুই পাশে দুটি ট্রেন চলে আসে। সেখানে ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

মৃত আহম্মদ আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
বর্তমান কাওরানবাজার ১ নং রেলগেট ট্রাক স্ট্যান্ড এলাকায় পরিবার ছাড়াই থাকতেন।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়