শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে ঈদের আমেজ

মাসুদ আলম: আর কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম নগরী ঢাকা। সড়কে আগের মতো নেই সেই চিরচেনা যানজট। সড়কে যানবাহনও কম। অনেক সিগন্যালে নেই পুলিশ, যেখানে আছে সেখানে বসে সময় পার করছেন। 

তবে রাজধানী থেকে বের হওয়ার মুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি। এছাড়া মার্কেটগুলোর সামনে যানবাহনের চাপও বেশি। 

এদিকে ফাঁকা রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার সরেজমিনে দেখা যায়, উত্তরা, খিলক্ষেত, ভাটারা, গুলশান, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন সড়কে যানচলাচল খুবই কম ছিলো। তবে মার্কেট গুলোর সামনে ব্যক্তিগত গাড়ির সারি। সেইসব এলাকায় কিছুটা যানজটও তৈরি হয়। কাউন্টারগুলোর সামনে যানজট দেখা যায়। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। তবে অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার চারদিন আগেই ফাঁকা হয়ে গেছে। ফাঁকা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল ও সিএনজি। 

ভাটারা খিলবাড়িরটেকের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে শাহজাদপুর থেকে পল্টনে  যেতে তেমন ভোগান্তি পুহাতে হয়নি। সড়ক আগের মতো যানজট নেই। গাড়ির চাপও নেই। অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। 

ট্রাফিকের মোহাম্মদপুর জোনের টিআই নুরে আলম বলেন, সড়কে যানবাহনের চাপ কম। তবে বিকেলে চাপ কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। এছাড়া বুধবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় অনেকেই গ্রামে চলে গেছেন। তবে বৃহস্পতিবার গার্মেন্টস গুলো ছুটি হবে। তখন হয়তো সড়কে যানবাহনের চাপ বাড়বে। তবে যানজট হওয়ার শঙ্কা নেই।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়