শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে ঈদের আমেজ

মাসুদ আলম: আর কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম নগরী ঢাকা। সড়কে আগের মতো নেই সেই চিরচেনা যানজট। সড়কে যানবাহনও কম। অনেক সিগন্যালে নেই পুলিশ, যেখানে আছে সেখানে বসে সময় পার করছেন। 

তবে রাজধানী থেকে বের হওয়ার মুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি। এছাড়া মার্কেটগুলোর সামনে যানবাহনের চাপও বেশি। 

এদিকে ফাঁকা রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার সরেজমিনে দেখা যায়, উত্তরা, খিলক্ষেত, ভাটারা, গুলশান, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন সড়কে যানচলাচল খুবই কম ছিলো। তবে মার্কেট গুলোর সামনে ব্যক্তিগত গাড়ির সারি। সেইসব এলাকায় কিছুটা যানজটও তৈরি হয়। কাউন্টারগুলোর সামনে যানজট দেখা যায়। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। তবে অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার চারদিন আগেই ফাঁকা হয়ে গেছে। ফাঁকা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল ও সিএনজি। 

ভাটারা খিলবাড়িরটেকের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে শাহজাদপুর থেকে পল্টনে  যেতে তেমন ভোগান্তি পুহাতে হয়নি। সড়ক আগের মতো যানজট নেই। গাড়ির চাপও নেই। অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। 

ট্রাফিকের মোহাম্মদপুর জোনের টিআই নুরে আলম বলেন, সড়কে যানবাহনের চাপ কম। তবে বিকেলে চাপ কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। এছাড়া বুধবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় অনেকেই গ্রামে চলে গেছেন। তবে বৃহস্পতিবার গার্মেন্টস গুলো ছুটি হবে। তখন হয়তো সড়কে যানবাহনের চাপ বাড়বে। তবে যানজট হওয়ার শঙ্কা নেই।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়