শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে ঈদের আমেজ

মাসুদ আলম: আর কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম নগরী ঢাকা। সড়কে আগের মতো নেই সেই চিরচেনা যানজট। সড়কে যানবাহনও কম। অনেক সিগন্যালে নেই পুলিশ, যেখানে আছে সেখানে বসে সময় পার করছেন। 

তবে রাজধানী থেকে বের হওয়ার মুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি। এছাড়া মার্কেটগুলোর সামনে যানবাহনের চাপও বেশি। 

এদিকে ফাঁকা রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার সরেজমিনে দেখা যায়, উত্তরা, খিলক্ষেত, ভাটারা, গুলশান, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন সড়কে যানচলাচল খুবই কম ছিলো। তবে মার্কেট গুলোর সামনে ব্যক্তিগত গাড়ির সারি। সেইসব এলাকায় কিছুটা যানজটও তৈরি হয়। কাউন্টারগুলোর সামনে যানজট দেখা যায়। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। তবে অন্যান্য বছর ঈদে এক বা দুইদিন আগে রাস্তা ফাঁকা হলেও এবার চারদিন আগেই ফাঁকা হয়ে গেছে। ফাঁকা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল ও সিএনজি। 

ভাটারা খিলবাড়িরটেকের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে শাহজাদপুর থেকে পল্টনে  যেতে তেমন ভোগান্তি পুহাতে হয়নি। সড়ক আগের মতো যানজট নেই। গাড়ির চাপও নেই। অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। 

ট্রাফিকের মোহাম্মদপুর জোনের টিআই নুরে আলম বলেন, সড়কে যানবাহনের চাপ কম। তবে বিকেলে চাপ কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। এছাড়া বুধবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় অনেকেই গ্রামে চলে গেছেন। তবে বৃহস্পতিবার গার্মেন্টস গুলো ছুটি হবে। তখন হয়তো সড়কে যানবাহনের চাপ বাড়বে। তবে যানজট হওয়ার শঙ্কা নেই।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়