শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৩, ১২:২৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ডেমরায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর ডেমরায় একটি ভাড়া বাসা থেকে শাহনাজ পারভিন রুপা (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে রুপার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বড় বোন পারভীন আক্তার। পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণে রুপার মৃত্যু হয়েছে।

লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে  পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডেমরা সালামবাগ ডগায়ের মসজিদ এলাকায় রুপার বাবা শাহজাহান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, কিছুদিন আগে রাস্তায় তাকে মারধর করা হয়েছিল বলেই চিকিৎসাধীন অবস্থায় রুপার মৃত্যু হয়েছে। 

রুপার বড় বোন পারভিন আক্তার বলেন, আমার ছোট বোনের সঙ্গে তার স্বামীর যোগাযোগ না থাকার কারণে ১৬ বছরের মেয়েকে নিয়ে আমাদের বাবার বাসায় বসবাস করে আসছিল।  কয়েক মাস যাবৎ ডগাইর এলাকার লামিয়া ক্যাবল নেটওয়ার্কের কর্মচারী ইয়াসিন, সাব্বির, সিয়াম আমার ছোট বোনকে ইভটিজিং করে আসছিল।

গত ১০ এপ্রিল রাত ৮টার দিকে ডগাইর ওয়ালটন মোড় এলাকা দিয়ে আসার সময় পুনরায় বিভিন্ন প্রকার খারাপ ভাষায় ইভটিজিং করার কারণে রুপা চিৎকার চেঁচামেচি করলে ওই কেবল নেটওয়ার্কের মালিকের ছেলে রুদ্র তার বাবা কালামকে নিয়ে আসে। কালাম তার ছেলে ও কর্মচারীদের ঢেকে নিয়ে আমার বোনকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে যায়।

পরে আহত অবস্থায় বোনকে ১১ এপ্রিল প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তার পরের দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় সে। পরে ডেমরা থানা পুলিশকে খবর দিলে রুপার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, আমরা ওই নারীর লাশ উদ্ধার করেছি।  ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়