শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৩, ০২:৪০ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৩, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বাড্ডায় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যাওয়ার পর  কাভার্ড ভ্যানের চাপায় মো: জুয়েল চৌধুরী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবহনকারী মোটরসাইকেল চালক আহাদ (৩৫) সামান্য আহত হয়েছেন।

নিহত মো. জুয়েল চৌধুরী তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১২ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে, পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোটরসাইকেল আরোহী জুয়েলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালক সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আমান উল্লাহ তিনি বলেন, বাড্ডা বৌদ্ধ মন্দিরে অদূরে সড়কে ইউলুপের একটু আগে।  চলন্ত মোটরসাইকেলটি চালক রাস্তায় হঠাৎ ব্রেক করায়, পেছন থেকে আরোহী পরে যায়। পরে পেছন দিয়ে আরেটি গাড়ি তাকে চাপা দেয়। 

তিনি আরো বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতের পিতার নাম আব্দুল আওয়াল চৌধুরী। ভাটারা সোলমাইদ এলাকায় পরিবার নিয়ে থাকেতেন । পটুয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়