শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৩, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন শ্রমিক আইন শ্রমিক-কর্মচারীদের অধিকার ধ্বংসের চক্রান্ত-এসএসপি

শহীদুল ইসলাম: ‘অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২৩’ বিলটি পাশ হলে বন্দর শ্রমিক, রেল শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের বৈধপথ চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।

বুধবার (১২এপ্রিল) সেগুনবাগিচায় এ জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় জোটভুক্ত সংগঠনসমূহের নেতৃবৃন্দ এ কথা বলেন। শ্রমিক নেতা এসএসপি’র প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন এর সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রমিক কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার মতো দেশের স্বার্থ বিরোধী চক্রান্ত বন্দর শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে রুখে দিয়েছিল, আজ সেই শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধের পায়তারা শুধুমাত্র শ্রমিকের স্বার্থ বিরোধী নয়, দেশ বিরোধী চক্রান্তেরও অংশ।

নেতৃবৃন্দ আরো বলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান কর্তৃক প্রস্তাবিত “অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২৩” শ্রমিক কর্মচারীদের দমন-পীড়নের আইন বলে সম্মিলিত শ্রমিক পরিষদ মনে করে।

সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন, অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে জানিয়েছে।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত শ্রমিক পরিষদ এর সমন্বয় মোশারেফ হোসেন মন্টু, হারুন অর রশিদ, সোহেল শিকদার, মোঃ বাচ্চু মিয়া, এইচ এম এরশাদ, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সাখাওয়াত হোসেন দুলাল, নূর আহমদ সেলিম, সোহেল রানা সম্পদ, জান্নাতুল ফেরদৌস, মাঈন উদ্দিন আহমেদ, ওমর ফারুক, আব্দুল জব্বার, শাহাবুদ্দিন সোহাগ, রাশেদুল ইসলাম প্রমূখ।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়