শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩, ০২:৫৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৩, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে পুরাতন এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ২

মোস্তাফিজুর রহমান: রাজধানী মিরপুরের ৬০ ফুট বারেক মোল্লা রোড এলাকায় একটি বাসায় এসি মেরামতের সময় বিস্ফোরণ হয়ে দুইজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. কামরুজ্জামান জাহিদ (৩৫) ও মো. সিহাব (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাত ১০টার দিকে নেওয়া হয়। দুইজনই চিকিৎসাধীন রয়েছে।

তাদের নিয়ে আসা প্রতিবেশি মো. রাহুল জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় একটি বাসায় এসির কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে দুজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে এসির কাজ করার সময় দগ্ধ হয়ে দুইজন ঢাকা মেডিকেলে এসেছে।

তাদের মধ্যে মো. কামরুজ্জামান জাহিদকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। মো. শিহাব নামে আরেক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তার মুখমন্ডল কালো হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়