শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৩, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাই সরিয়ে রাস্তায় অস্থায়ী দোকান বসিয়েছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজারের রাস্তা-ফুটপাতে দোকান বসিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

মাসুদ আলম: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা রাস্তায় অস্থায়ী দোকান বসিয়ে কাপড় বিক্রি করছেন। শনিবার সকাল থেকে পুড়ে যাওয়া মার্কেটের কাছে রাস্তায়,  ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী কাঠের চকিতে দোকান নিয়ে বসেছে। এদিকে সড়কে দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা যায়, আগুনের গ্রাস থেকে যেসব কাপড় বাঁচাতে পেরেছিলেন সেগুলো নিয়েই বসেছেন অনেকে। দোকানগুলো ঘিরে জনসমাগম হলেও এখনও বিক্রি জমে ওঠেনি। সব ব্যবসায়ীর চোখে মুখে কষ্টের ছাপ। 

ব্যবসায়ীরা জানায়, যেটুকু মালপত্র বাঁচাতে পেরেছে তা নিয়ে বসেছে তারা।  বেচাকেনা একেবারেই কম। ঈদের আগে কিছু বেচাবিক্রি হলে কর্মচারীদের বেতন কিছুটা দিতে পারবে। পাশাপাশি নিজেরাও পরিবার নিয়ে ঈদটা কোনো রকম করতে পারবো। শেষ সম্বলটুকু হারিয়ে এখন সবায় নিঃস্ব।  

তৌহিদুল ইসলাম নামে এক দোকানদার বলেন, আগুন থেকে যে সব কাপড় উদ্ধার করতে পেরেছি, তা এখন অস্থায়ী দোকানে বিক্রি করছি। ঈদের মৌসুমে প্রতিদিন ২০-২৫ হাজার টাকার জিন্সের কাপড় বিক্রি করতাম। কিন্তু এখানে খুব কম ক্রেতা আসছেন।

আরেক ব্যবসায়ী মো. রাহিম বলেন, দুটি দোকানই  পুড়ে ছাই হয়ে গেছে। কিছু মালামাল সরাতে পেরেছিলাম। তাই নিয়ে বসেছি। বিক্রি নাই বললেই চলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়