শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৩, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাই সরিয়ে রাস্তায় অস্থায়ী দোকান বসিয়েছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজারের রাস্তা-ফুটপাতে দোকান বসিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

মাসুদ আলম: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা রাস্তায় অস্থায়ী দোকান বসিয়ে কাপড় বিক্রি করছেন। শনিবার সকাল থেকে পুড়ে যাওয়া মার্কেটের কাছে রাস্তায়,  ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী কাঠের চকিতে দোকান নিয়ে বসেছে। এদিকে সড়কে দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা যায়, আগুনের গ্রাস থেকে যেসব কাপড় বাঁচাতে পেরেছিলেন সেগুলো নিয়েই বসেছেন অনেকে। দোকানগুলো ঘিরে জনসমাগম হলেও এখনও বিক্রি জমে ওঠেনি। সব ব্যবসায়ীর চোখে মুখে কষ্টের ছাপ। 

ব্যবসায়ীরা জানায়, যেটুকু মালপত্র বাঁচাতে পেরেছে তা নিয়ে বসেছে তারা।  বেচাকেনা একেবারেই কম। ঈদের আগে কিছু বেচাবিক্রি হলে কর্মচারীদের বেতন কিছুটা দিতে পারবে। পাশাপাশি নিজেরাও পরিবার নিয়ে ঈদটা কোনো রকম করতে পারবো। শেষ সম্বলটুকু হারিয়ে এখন সবায় নিঃস্ব।  

তৌহিদুল ইসলাম নামে এক দোকানদার বলেন, আগুন থেকে যে সব কাপড় উদ্ধার করতে পেরেছি, তা এখন অস্থায়ী দোকানে বিক্রি করছি। ঈদের মৌসুমে প্রতিদিন ২০-২৫ হাজার টাকার জিন্সের কাপড় বিক্রি করতাম। কিন্তু এখানে খুব কম ক্রেতা আসছেন।

আরেক ব্যবসায়ী মো. রাহিম বলেন, দুটি দোকানই  পুড়ে ছাই হয়ে গেছে। কিছু মালামাল সরাতে পেরেছিলাম। তাই নিয়ে বসেছি। বিক্রি নাই বললেই চলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়