শিরোনাম
◈ সাফজয়ী নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার দেবে  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা ◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৩, ০২:৫১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৩, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমীর সেলিমসহ ১৪ নেতাকর্মী আটক

মো. রফিকুল ইসলাম: রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করা হয়েছে।

শুক্রবার ৭ এপ্রিল সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সেখান থেকে ১৪ জনকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশের পরিচয়দানকারীর সদস্যরা। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় ও পদবী নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়