শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপড় ও শিশু খেলনা সংষ্কার করে অসহায়দের মধ্যে বিতরণের ব্যাতিক্রম উদ্যোগ

জাফর খান: পুনঃব্যবহার নামের সামাজিক সংগঠনটি রমজান উপলক্ষ্যে এমন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ফেলে দেওয়া এসব অপ্রয়োজনীয় কাপড় বা জিনিস পত্র সংগ্রহ করে সম্পূর্ণ নতুনরূপে প্যাকেটজাত অবস্থায় অসহায় দুস্থ দরিদ্রদের মধ্যে তা বিতরণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে সামাজিক এ সংগঠনটি। আর এই ধারাবাহিকতায় রমজান উপলক্ষ্যে শুক্রবার (৭ এপ্রিল) মোহাম্মদপুর টাউনহলে প্রায় ১ হাজারেরও বেশি অসহায় দুস্থদের মধ্যে জামা কাপড় ও বাচ্চাদের খেলনা বিতরণ করেছে সংগঠনটি। সব ধরনের মানুষের মধ্যে এসব বিতরণকৃত কাপড়ের মধ্যে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, ও বাচ্চাদের খেলনা সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা জান্নাতুল কাদের ফেরদৌসি পিংকী। 

পুনঃব্যবহার ফাউন্ডেশনের জান্নাতুল ফেরদৌস পিংকী আমাদের নতুন সময়কে জানান, অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সারাদেশব্যাপী এটি শুরু করব। পরবর্তীতে মিরপুরেও অনুরূপ কর্মসূচী শুরু করা হবে বলেও জানান পিংকী। 

পুরোনো এসব কাপড় ও সামগ্রী সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে আমাদের সময় ডট কমকে বলেন, আমাদের একটি ফেসবুক পেইজ আছে যেখানে সবাই নিজে থেকেই সাড়া দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। এরইমধ্যে মানবিক এই কর্মসূচীটিতে সাধারণ মানুষ যার যার সামর্থ্য নিয়ে  সতস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

এ কার্যক্রমটি কিভাবে শুরু হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমাদের সময় ডট কমকে জান্নাতুল পিংকী বলেন, আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের কাছে থেকে সংগ্রহ শুরু করি আমরা। মূলত পুরোনো অপ্রয়োজনীয় কাপড় ও সামগ্রী অসহায়দের মধ্যে জরাজীর্ণরূপে তুলে দেওয়া আমার বিবেককে নাড়া দিত বলে এই ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছি। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুন নাহার দীপা, আজমেরি সুলতানা আনিকা, আয়েশা সিদ্দিকা, কাজি ফারিয়া হোসেন, জেরিন খানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 

জেকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়