শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৩, ০৮:৫০ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৩, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামবিও রিপোর্ট 

বিশ্বে যানজট ও ট্রাফিক অদক্ষতায় ঢাকা পঞ্চম

ঢাকা

জাফর খান: বিশ্বে যানজটের শহর হিসেবে ২৮৭ দশমিক ৪ পয়েন্ট নিয়ে রয়েছে রাজধানী ঢাকা। পাশপাশি সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতার সূচকেও এগিয়ে রয়েছে শহরটি। সময় অপচয় দিক থেকে ১৭ হাজার ২৯ দশমিক ১, অদক্ষ ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ৩৪৭ ও কার্বন নিঃসরণের দিক হতে ৫ হাজার ৯৭৭ দশমিক ৫ স্কোর পেয়েছে বাংলাদেশ। আর তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি (২৮৪ দশমিক ৩) ও  তালিকার শীর্ষে (প্রথম অবস্থানে) রয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়ার স্কোর  ৩৪৮ দশমিক ৭। নামবিও ডট কম 

বুধবার (৫ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এর প্রকাশিত তথ্যে সূচকে যানজটের তালিকায় দ্বিতীয়  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, তৃতীয় কোস্টারিকার সান জোসে, শ্রীলংকার কলোম্বো চতুর্থ, ষষ্ঠে ভারতের রাজধানী দিল্লি, সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ রয়েছে। অন্যদিকে তালিকার অষ্টম অবস্থানে রয়েছে আবারও ভারতের ব্যস্ততম শহর  কলকাতা। এদিকে লস অ্যাঞ্জেসেসের স্কোর ৩৪৩ দশমিক ৪।

মূলত কর্মস্থল বা স্কুলে যাতায়াতে প্রকৃতপক্ষে কতটা সময় লাগে ও যানজটের কারণে কতটা সময় রাস্তায় অপচয় হয়ে থাকে সেটি বিবেচনায় নেওয়া হয়েছে প্রতিবেদনটি প্রস্ততে। এছাড়াও যানজটের ফলে যে সময় অপচয় হয় সেই কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক।

তবে যানজটের তালিকায়  স্কোর ৩৬ দশমিক ৩ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়