শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৩, ১২:৩৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৩, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামে এক শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/এ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, উত্তরার ওই বাসায় বছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই ব্যক্তি। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যান। এরপর থেকে তিনি একাই ছিলেন ওই বাসায়।

এসআই আরও উল্লেখ করেন, সোমবার বেলা ১১টার দিকে মৃতের বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ তার রুমের দরজা নক করেন। তবে কোন সাড়াশব্দ না পেয়ে নিজের রুমে চলে যান। বেলা ১২টার দিকে আবার দরজা নক করেন। তখনও সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে গিয়ে দেখেন, মেঝেতে পড়ে আছেন ওই ব্যক্তি। পরে বাসার নিরাপত্তাকর্মীর মাধ্যমে থানায় খবর দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়