শিরোনাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৩, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৩, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরিত ভবনের সামনে গণমোনাজাত

মোনাজাত

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় গণমোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরিত ভবনে বংশাল ঈমাম সমাজের আয়োজনে এ আয়োজন করা হয়। 

দোয়া শেষে ঈমাম সমাজের সভাপতি আব্দুল আওয়াল বলেন, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা যেন হেফাজতে থাকি। বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপর তাদের সঙ্গে যুক্ত হয় অন্যান্য সংস্থাগুলো। বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়