শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০৬ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র তাপস তামাক বিক্রয়ে লাইসেন্সিং বাধ্যতামূলক করলেন

ফজলে নূর তাপস

সুজিৎ নন্দী: ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, দক্ষিণ সিটিতে চলতি ফেব্রুয়ারি থেকেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ ‘গাইডলাইন’ অনুসারে তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে ‘লাইসেন্সিং’ কার্যক্রম শুরু হবে। এছাড়াও পাবলিক প্লেস বিবেচনায় সায়েদাবাদ বাস টার্মিনালকে ধূমপানমুক্ত করা হবে। 

বৃহষ্পতিবার বাংলাদেশ তামাক বিরোধী জোটের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে একথা বলেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পাশাপাশি প্রতিনিধি দলের পক্ষে জানানো হয়, তামাক নিয়ন্ত্রণে বর্তমান সরকার প্রধান অত্যন্ত আন্তরিক। দেশে তামাক নিয়ন্ত্রণে আইন ও বিধি প্রণীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ ‘গাইডলাইন’ প্রণয়ন করেছে। উক্ত গাইডলাইন অনুসারে তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে ‘লাইসেন্সিং’ বাধ্যতামূলক করা হয়েছে, যা বাস্তবায়ন হলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে দেশ তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক হবে। পাশাপাশি সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি হবে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, ডাস’র টিম লিড আমিনুল ইসলাম বকুল, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, নাটাব’র প্রকল্প সমন্বয়কারী একেএম খলিলউল্লাহ, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহম্মদ, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, মানস প্রকল্প কর্মকর্তা মো. আবু রায়হান, নাটাব’র প্রোগ্রাম অফিসার মনিরুল ইসলাম।


এসএন/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়