শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশা‌নে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

সঞ্চয় বিশ্বাস: রাজধানীর গুলশা‌নের এক‌টি ভব‌নের ৭ম তলায় অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। ফায়ার সা‌র্ভিসের ১৯টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ কর‌ছে।

রোববার সন্ধ‌্যা ৭টার দি‌কে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ওই ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটির মেয়র উপস্থিত হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত এজনের মরদেহ ও সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে ধোঁয়া প্রচুর। এজন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স অবস্থান করছে।

ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি। তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়