শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে গান শোনালেন মেয়র আতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র আতিকুল ইসলাম

খালিদ আহমেদ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম চমক দেখাতে ভালোবাসেন। এবার তিনি প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে চমক দেখিয়েছেন। রোববার সকালে নগরীর মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এক গান শোনান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দিতে এসে প্রধানমন্ত্রীকে গান শোনান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গান শুনে তাঁকে বাহাবাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মিরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আতিক বলেন, ষোল কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা..., দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখা যায়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ছয় লেনে উন্নীত হওয়া সড়কেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।


কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়