শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির নিখোঁজ, থানায় জিডি 

মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির

এফ এ নয়ন: রাজধানী তুরাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার কবির নিখোঁজ হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির।সেই  থেকে এখনও তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে সোমবার তার প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এই বিষয়ে নিশ্চিত করেছেন তুরাগ থানা পুলিশ ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, নিখোঁজ প্রকৌশলীর মা রাশিদা আকতার একটি জিডি করেছেন। পাশাপাশি এমআরটি প্রকল্পের উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদারও একই ঘটনায় জিডি করেন। তাদের অভিযোগের ভিত্তিতে ওই প্রকৌশলীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, প্রেমসংক্রান্ত জটিলতায় তিনি আত্মগোপন করেছেন ।

সূত্র জানায়, এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত শাহরিয়ার কবির। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপোতে তাঁর অফিসকক্ষে মোবাইল ফোন ও ল্যাপটপ রেখে বের হন। সিসিটিভি ফুটেজে তাঁকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। আরেকটি ফুটেজে তাঁকে অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়।পরিবারের সঙ্গে তিনি রাজধানীর আজিমপুরে থাকতেন ।

‘বুয়েটের তড়িৎকৌশল বিভাগে পড়ালেখা শেষ করে মেট্রোরেলে চাকরি হয় শাহরিয়ারের। রোববার অফিস শেষ করে বিকেলে বাসায় ফেরার কথা ছিল তার। কিন্তু কোথায় গেছে, তা জানা যায়নি এমন কথা বলেছেন  নিখোঁজ প্রকৌশলীর মা রাশিদা আক্তার ।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়