শিরোনাম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিপা ভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহ্ আলম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তিনি মারা গেছেন।’


নিহত শাহ্ আলমের বাবা জালাল মিয়া জানান, গত ১০-১২ দিন ধরে আমার একমাত্র ছেলে শাহ্ আলম জ্বরে আক্রান্ত হয়। মাঝে মাঝে জ্বর আসতো, নাপা ট্যাবলেট খেলে জ্বর চলে যেত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তার শরীরে জ্বর বেশি থাকায় স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে (শুক্রবার
১০ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরে জানতে পারি সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মৃত শাহ্ আলম নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। পেশায় তিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে জুট সেকশনের শ্রমিক ছিল।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়