শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২০ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ

শাহবাগে বিক্ষোভ

মাজহারুল ইসলাম: মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। 

এ সময় ১৯৭১, ’৭৫, সামরিক শাসনামল, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা ও ২০১৩ থেকে ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে বক্তব্য দেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বিক্ষোভকারীরা এ সময় ‘আমরা ন্যায় বিচার চাই! আমরা মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে!’ বলে স্লোগান দিতে থাকেন। অনতিবিলম্বে জেলহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা ও পরবর্তীকালে অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ হত্যার বিচারে কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আমরা এর দ্রুত বিচার চাই এবং জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসি দাবি করছি।

বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মানবাধিকার লঙ্ঘন, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা ও প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা হয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার চাই। ২০১৩ থেকে ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। যারা এসব মানবাধিকার লঙ্ঘন করেছে, তারাই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়