মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ রানা পলাশ (৩০) নামে ওয়ার্কসপ কর্মচারী নিহত হয়েছেন। সাগরিকা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের বডি তৈরীরের কাজ করতেন তিনি।
বুধবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী সাইফুল ইসলামও রিপন বলেন,ওয়ার্কশপে কাজ শেষে মালিকের কাছ থেকে (বকশিশ) টাকা নিয়ে যাত্রাবাড়ীতে সবাই মিলে পোড়া মুরগি গ্রিল খাবে পরে সবাই বাসায় ফিরবে বলে , ওয়াকসপ থেকে পায়ে হেঁটে বের হয় ৪ বন্ধু সহকর্মী ।
পরে কাজলা ব্রিজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি বডি বিহীন নতুন গাড়ির চেসিস (ইঞ্জিন) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
,ঘাতক চেসিস গাড়ি (ইঞ্জিন) টি কে পুলিশ জব্দ করেছেন। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।
মৃত পলাশ কাজলা মক্কি মসজিদের পাশে স্কুল গলির স্থায়ী বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। আড়াই বছর বয়সি এক সন্তানের জনক ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :