শিরোনাম
◈ শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয়ই নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন: ড. মুহাম্মদ ইউনূস ◈ বিচারের পর আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস ◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ◈ কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল(ভিডিও) ◈ খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা ◈ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০৯ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২২, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর ৫০০, ঘোড়া ও হরিণ ১০০০ টাকা

পোষা প্রাণীর উপর কর, সমালোচনায় ডিএসসিসি

ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন

ডেস্ক রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পশু পালনের জন্য নতুন কর নিয়ম চালু করেছে। সেখানে কেউ কুকুর পালন করলে কুকুরপ্রতি ৫০০ টাকা বার্ষিক কর প্রদান করতে হবে। এছাড়া কেউ ঘোড়া ও হরিণ পালন করলে প্রতিটির জন্য ১ হাজার টাকা বার্ষিক কর দিতে হবে। সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে।

খবরে বলা হয়েছে, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬-এর গণবিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি পোষা জন্তুর জন্য বার্ষিক কর প্রদান করতে হবে।

ঢাকা দক্ষিণের ভেটেরিনারি অফিসার ডা. একেএম সালেহ রহমান জানান, দক্ষিণ সিটি করপোরেশনে আগে পোষা জন্তু নিবন্ধনের ক্ষেত্রে কোনো নিবন্ধনের নিয়ম ছিল না। কিছুদিন আগে এই নিয়ম করা হয়েছে। চ্যানেল ২৪ ও সময় টিভি

তিনি জানান, যারা পোষা জন্তুকে নিবন্ধনের আওতায় আনবে তাদের জন্তুকে বিভিন্ন সময় প্রয়োজনীয় চিকিৎসাসহ ভ্যাকসিন দেয়া হবে।

কুকুরের ক্ষেত্রে মালিক লাইসেন্স নিলে ওই ব্যক্তি কুকুরের জন্য সিটি ভেটেরিনারি থেকে চিকিৎসা সুবিধা পাবেন। তবে বিনামূল্যে ডাক্তার দেখানো যাবে কিনা তা নিয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঢাকা দক্ষিণের ডেপুটি চিফ রেভেনিউ অফিসার শাহজাহান আলী এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল অনুযায়ী করপোরেশনের আওতাধীন পোষা জন্তু (কুকুর, হরিণ ও ঘোড়া) পালনের ক্ষেত্রে কর নির্ধারিত রয়েছে।

এর আগে পোষা জন্তুর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে কর আদায় হয়নি। চলতি অর্থবছরেই পোষা জন্তুর জন্য প্রথম কর আদায় শুরু হয়েছে।

আর এরই মধ্যে ২৭টি পোষা প্রাণীর মালিক কর জমা দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে পোষা জন্তুর মালিকদের নিজ নিজ অঞ্চলের রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখায় উল্লেখিত হারে কর ও করের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রদানের অনুরোধ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এই সিটি করপোরেশনের আওতায় পোষা কুকুর রয়েছে ১২৮টি, হরিণ ১৪৫টি ও ঘোড়া রয়েছে ৪৬টি।

এসব পোষা জন্তুর মালিকদের ইতোমধ্যে চিঠির মাধ্যমে করের বিষয়ে অবহিত করা হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পোষা জন্তুর ওপর এই করের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন পশুপ্রেমী ও বিশেষজ্ঞরা।

তাদের মতে, এমন সিদ্ধান্তের কারণে মানুষ পোষা জন্তু পালনের উৎসাহ হারিয়ে ফেলবে। উন্নত বিশ্বকে অনুসরণ করে যদি কর আরোপ করা হয় তাহলে প্রাণী পালনে আগ্রহ হারাবে মানুষ।  রিপোর্ট : আল আমিন 

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়