শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২২, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

শাহীন খন্দকার: মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবারও ছিলো লাখো জনতার ঢল। অন্যান্য বারের মতো ছিলো না তার ব্যতিক্রম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হলে  যতোই বেলা বাড়তে থাকে জনতার  উপচে পড়াঢল নেমে আসে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে এসে এমন চিত্র দেখা যায়। রাজনৈতিক ব্যক্তিবর্গসহ, স্থানীয়সহ দেশের দূর-দূরান্ত থেকে আসা শিশু তরুণ-তরুণী সর্বস্তরের মানুষের ঢল স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

সকাল ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। শহীদবেদী ভরে ওঠে ফুলে ফুলে। লাল-সবুজের পতাকায় ছেয়ে গেছে সৌধ প্রাঙ্গণ। মানুষের হাতে হাতে ফুল। পরনে ছিল লাল সবুজের ছোঁয়া।

এসময় স্থানীয় প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। এছাড়া একে একে আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, গণফোরাম, জাসদ, বাম দলসহ নানা রাজনৈতিক দলগুলো বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে।

শীতের ভোরে ভিড় উপেক্ষা করে জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ভোরের রক্তিম সূর্যোদয়ের সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় বাড়তে থাকে হাজার হাজার মানুষের। এসেছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। সবার চোখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা বিনির্মাণের অবিচল আস্থার ছাপ।

স্বাধীনতা দিবসের আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতিসৌধকে ঘিরে গোটা সাভার যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। শিশু কিশোরদের মাথায় বাঁধা বিজয় দিবসের ফিতা, হাতে লাল সবুজের পতাকা। বাবার কোলে করে বীর শহীদের বেদী ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ছোট  ছোট শিশুরাও। এছাড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। মাথায় লাল-সবুজের পতাকা, সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে অপেক্ষা করে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
     
শহীদবেদীতে শ্রদ্ধা জানাতে এসেছেন সাভারের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল। তিনি বলেন, আজ স্মৃতিসৌধে গণমানুষের ঢল নেমেছে। সবাই একে একে নিবেদন করছেন শ্রদ্ধা। আমি আমার সহযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বেঁচে আছি। কিন্তু আমার সহযোদ্ধারা এই স্বাধীনতা ছিনিয়ে আনতে জীবন দিয়েছেন। তারা দেখে যেতে পারেননি স্বাধীনতা। আজ তারা সর্বস্তরের জনগণের শ্রদ্ধায় সিক্ত। এটাও আমার কাছে বড় পাওয়া।

স্থানীয় গার্মেন্টস কর্মীরা বলেন, আমরা দিনভর কারখনায় কাজের চাপে থাকি। আজকের এই দিনটি এলেই বীর শহীদদের স্মরণ করার সুযোগ পাই। তাই আজও এসেছি আমরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। এখানে আসলেই গর্বে বুকটা ভরে যায় আমাদের।

এদিকে, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তার কঠোর ব্যবস্থা। সিসি ক্যামেরাসহ সাদা পোশাকেও গোয়েন্দা বিভাগের এবং পুলিশের নজরদারিতে রাখা হয়েছে স্মৃতিসৌধসহ পুরো এলাকা। পুলিশের এক উর্ধতন কর্মকর্তা জানান গত এক সপ্তাহ ধরে পুলিশ নজরদারিতে রেখেছে সাভার স্মৃতিসৌধসহ আশেপাশের গ্রাম শহর। তবে আজ সন্ধ্যার পরেই পুলিশ নিজ নিজ থানায় এবং ব্যারাকে ফিরে যাবে।

এসকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়