শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:১৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির  ১০ লাখ টাকার মালামাল চুরি

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ২ থেকে। ঢাকা পোস্ট

এসব চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ধ্বংস করার হাতুড়ি দুটি, জ্বালানি চালিত পাথর কাটার মেশিন দুটি, কাঠ কাটার করাত দুটি, ঘূর্ণন হাতুড়ি দুটি, চেইন করাত দুটি, ভার উত্তোলন যন্ত্র চারটি, জ্বালানি রাখার পাত্র দুটি, ভারি হাতুড়ি চারটি, চেইন করাত দুটি, ইস্পাত ড্রিলিং হাতুড়ি দুটি, বেলচা চারটি, রড কাটার করাত দুটি, লোহা কাটার যন্ত্র দুটি, ৪২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটি, ৭২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটিসহ মোট ৩৫ রকমের মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী (পুর) কামরুল হাসান। 

মামলার এজাহারের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের লেবার এসে দেখেন অঞ্চল ২ এর ওয়ার হাউজের গ্রিল ভাঙা।

সেখানে প্রায় ৩৫ ধরনের নির্মাণ সামগ্রী ছিল। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এজাহার দায়ের করা হয়েছে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়