শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:১৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির  ১০ লাখ টাকার মালামাল চুরি

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ২ থেকে। ঢাকা পোস্ট

এসব চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ধ্বংস করার হাতুড়ি দুটি, জ্বালানি চালিত পাথর কাটার মেশিন দুটি, কাঠ কাটার করাত দুটি, ঘূর্ণন হাতুড়ি দুটি, চেইন করাত দুটি, ভার উত্তোলন যন্ত্র চারটি, জ্বালানি রাখার পাত্র দুটি, ভারি হাতুড়ি চারটি, চেইন করাত দুটি, ইস্পাত ড্রিলিং হাতুড়ি দুটি, বেলচা চারটি, রড কাটার করাত দুটি, লোহা কাটার যন্ত্র দুটি, ৪২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটি, ৭২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটিসহ মোট ৩৫ রকমের মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী (পুর) কামরুল হাসান। 

মামলার এজাহারের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের লেবার এসে দেখেন অঞ্চল ২ এর ওয়ার হাউজের গ্রিল ভাঙা।

সেখানে প্রায় ৩৫ ধরনের নির্মাণ সামগ্রী ছিল। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এজাহার দায়ের করা হয়েছে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়