শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:১৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২২, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির  ১০ লাখ টাকার মালামাল চুরি

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ২ থেকে। ঢাকা পোস্ট

এসব চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ধ্বংস করার হাতুড়ি দুটি, জ্বালানি চালিত পাথর কাটার মেশিন দুটি, কাঠ কাটার করাত দুটি, ঘূর্ণন হাতুড়ি দুটি, চেইন করাত দুটি, ভার উত্তোলন যন্ত্র চারটি, জ্বালানি রাখার পাত্র দুটি, ভারি হাতুড়ি চারটি, চেইন করাত দুটি, ইস্পাত ড্রিলিং হাতুড়ি দুটি, বেলচা চারটি, রড কাটার করাত দুটি, লোহা কাটার যন্ত্র দুটি, ৪২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটি, ৭২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটিসহ মোট ৩৫ রকমের মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী (পুর) কামরুল হাসান। 

মামলার এজাহারের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের লেবার এসে দেখেন অঞ্চল ২ এর ওয়ার হাউজের গ্রিল ভাঙা।

সেখানে প্রায় ৩৫ ধরনের নির্মাণ সামগ্রী ছিল। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এজাহার দায়ের করা হয়েছে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়