শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেভরনের অর্থায়নে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

মেয়র আরিফুল হক চৌধুরী

মনজুর এ আজিজ : দক্ষ জনশক্তিই পারে উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে’ এ প্রত্যয়ে সিলেট সিটি কর্পোরেশন নগরে শেভরনের অর্থায়নে চালু হয়েছে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উত্তরণ কেন্দ্রটি মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে যুবাদের দক্ষ জনশক্তিতে পরিণত করবে। যাতে প্রকল্পের সময়কাল শেষ হওয়ার মধ্যেই কাজ শেষ করা যায়। এতে একদিকে যেমন খরচ কমবে, তেমনি কাজটিও সম্পন্ন হয়ে দেশের কাজে লাগবে। 

তিনি শেভরনের অর্থায়নে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনকে অত্যন্ত টেকসই ও যুগোপযোগি পরিকল্পনা বলে উল্লেখ করেন। তিনি এ মহৎ কার্যক্রমে উদ্যোক্তাদের সাধুবাদ জানান। পাশাপাশি এই প্রশিক্ষণ কেন্দ্রকে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করেন তিনি।

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, শেভরন বাংলাদেশের গ্যাস প্ল্যান্ট সুপারইন্টেনডেন্ট সলিল বরণ দাস, ওপিজি কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র সোশাল ইনভেস্টমেন্ট অ্যাডভাইসর ডি বার্বন, কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড সোশাল ইনভেস্টমেন্টের ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান প্রমুখ। 

উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণের কাজ শুরু করে উত্তরণ প্রকল্প। শেভরনের অর্থায়নে প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত হবে।

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়