মাজহারুল ইসলাম : রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসিয়ে চলছে পুলিশের তল্লাশি। বিএনপি ও পুলিশের গতকালের সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল থেকেই নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। সকাল থেকেই বন্ধ রয়েছে ওই এলাকার দোকানপাট, বিপনীবিতান, অফিস ও ব্যাংক।
বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী দেখা যায়নি। নয়াপল্টন-জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, জনগণের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ বলছে, ১০ ডিসেম্বর কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সে জন্য চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে এ কার্যক্রম চলছে।
এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর এবং জেলাপর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
এমআই/এইচএ
আপনার মতামত লিখুন :