শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেক ইমেজিং বিভাগের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমেজিং বিভাগের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি এবং একটি পায়ে সমস্যা ছিল।

ঢামেকের আনসার কমান্ডার আব্দুর রঊফ জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ঢামেকের আনসারের টহল সদস্যরা বর্হিবিভাগে এক্স-রে ও ইমেজিং বিভাগের সামনে ফ্লোর থেকে মরদেহ দেখতে পান। পরে বিষয় কর্তৃপক্ষ ও ঢামেক পুলিশ ফাড়িকে অবহিত করেন।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে, হয়তো লোকটি সেখানে গিয়ে স্টোক করে মারা গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬৫)। বিষয়টি শাহবাগ থানায় অবিহিত করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে বহির্বিভাগের দ্বায়িত্বরত ওয়ার্ড মাস্টার মোঃ বাশার বলেন, বিষয়টি শুনেছি। আজ হাসপাতালের ঐ বিভাগ বন্ধ রয়েছে। তবে কিভাবে সেখানে মরে আছে, হাসপাতালে ভর্তি রোগী কিনা এ-সব খোঁজ খবর নেয়া হচ্ছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়