শিরোনাম
◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২, ১১:৩৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২২, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ভবন থেকে ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রবিউল ইসলাম জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা উদ্যানের নবোদয় হাউজিংয় এলাকার ৪ নম্বর রোডে ঘটনা ঘটে।

রবিউল ইসলাম মোহাম্মদপুর এলাকায় মেসে থেকে একটি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করত। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুল মোতালেবের ছেলে।

জিহাদের সঙ্গে মেসে থাকা শিবলী নোমানী নামে একজন জানান, জিহাদ তিনটার দিকে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে মেসে ফেরার পথে নবোদয় হাউজিংয়ের ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছলে ওপর থেকে তার মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রবিউল ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়লে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়