শিরোনাম

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২২, ০৭:০২ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানহোল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নবজাতকের মরদেহ

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের রাস্তার ম্যানহোল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নবজাতকের বয়স আনুমানিক ১/২ দিন। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন  বলেন,  মঙ্গলবার (২৫ অক্টোবর)  বিকাল সাড়ে চার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের গেইটের  বাহিরে পুলিশ বক্সের সামনে ম্যানহোলের লোহার খাঁচার ঢাকনার ভিতর এক নবজাতক (কন্যা) সন্তানকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ নবাজতকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারোনা করা হচ্ছে, কেউ ম্যানহোলে ভিতরে নবজাতককে ফেলে দিয়ে ছিল। 
তিনি বলেন, গতকাল প্রবল বর্ষনে বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল, ম্যানহোলের ঢাকনা। 

আজ মঙ্গলবার বিকালে পানি কমে যাওয়াতে নবজাতকটি ভেষে উঠে ম্যানহোলের ঢাকনা দিয়ে কিছু অংশ বের হয়ে আসে। 

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়