শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২২, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল আমাদের হৃদয়ের গভীরে চিরভাস্মর : পরিবেশ মন্ত্রী 

আনিস তপন : মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আর দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বিশ্বের ইতিহাসের বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শিশু শেখ রাসেলও রক্ষা পাননি এ হত্যাকাণ্ড থেকে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকা অবস্থায় মাত্র ১১ বছর বয়সে শহিদ হন শেখ রাসেল। স্বল্পস্থায়ী জীবনের অধিকারী হলেও তার আতিথেয়তা, পরোপকার এবং মানুষের প্রতি ভালোবাসার মত মানবীয় এসব গুণাবলীর জন্য মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল আমাদের হৃদয়ের গভীরে চির ভাস্মর হয়ে থাকবেন।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে বন অধিদপ্তরে এই আলোচনা ও দোয় মাহফিলের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

মন্ত্রী বলেন, হত্যাকারীরা জানত জাতির পিতার রক্তের ধারা যতদিন এ দেশের মাটিতে থাকবে ততদিন বাংলাদেশকে ঘিরে কোনো কুপরিকল্পনাই তারা বাস্তবায়ন করতে পারবে না। তাই তারা বঙ্গবন্ধুর রক্তের ধারাকেও চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল। আর এ কারণেই শিশু রাসেলকে হত্যা করতেও বিন্দুমাত্র বিলম্ব করেনি তারা। ষড়যন্ত্রকারীদের সকল আশংকাকে সত্য করে জাতির পিতার রক্তের ধারার হাত ধরেই বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে, বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পিতা-মাতা-ভাই-ভাবীকে হারানোর শোককে আত্মস্থ করে সারা দেশের মানুষকেই পরিবার করে নিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করে হত্যার রাজনীতি বন্ধে আপোষহীনভাবে কাজ করছে। ইতিহাসের কি নির্মম প্রতিশোধ, দেশি-বিদেশি দীর্ঘ চক্রান্ত ছিন্ন করে বঙ্গবন্ধুর কন্যার সময়েই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচারিক কাজ শেষ হয়, হত্যাকারীদের সাজা কার্যকর করার কাজ আংশিক সম্পন্ন হয়েছে, সকল সাজা কার্যকর করার মধ্য দিয়েই এর সমাপ্তি হবে। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন একটা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বিচারহীনতার সংস্কৃতি থাকবে না, এমন নৃশংস হত্যাকাণ্ড সংগঠনের দুঃসাহস কেউ দেখাবে না। 

আলোচনা সভার পূর্বে মন্ত্রী বন অধিদপ্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে শেখ রাসেল সহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। 

এটি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়