শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২, ১২:১১ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২২, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

মেয়র আতিকের সাথে পথশিশুরা

সুজিৎ নন্দি: একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই ছোট্ট শিশুদের আমাদের দেখে রাখতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তাদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

আজকের এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, 'সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে।

সবাই এগিয়ে আসলে, শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না।

এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।

জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ দিয়ে মেয়র বলেন, 'জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ।

ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি প্রদান করা হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।'

ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন ডিএনসিসি মেয়র। 

এসময় মেয়র মোঃ আতিকুল ইসলাম উৎসবে অংশ নেয়া শিশুদের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করেন।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়