শিরোনাম

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২, ০১:২৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২২, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোডশেডিং নিয়ে বিএনপির সমালোচনা এক ধরনের মায়া কান্না: মেয়র তাপস

মেয়র শেখ ফজলে নুর তাপস

নিউজ ডেস্ক: নিজেরা ক্ষমতায় থাকতে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও বর্তমান লোডশেডিং নিয়ে বিএনপির সমালোচনাকে এক ধরনের মায়া কান্না বলে অভিহিত করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস। যমুনা টিভি

সোমবার (১০ অক্টোবর) শাহজাহানপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, যাদের সময় লোডশেডিংয়ে দেশ ডুবে থাকতো অন্ধকারে, তারা আজ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কথা বলছে। এটা খুবই হাস্যকর ঘটনা।

তিনি আরও বলেন, এই সরকার দয়া করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখে সুচিকিৎসা নেয়ার ব্যবস্থা করে দিয়েছে, যদিও তিনি সাজাপ্রাপ্ত আসামি। বিএনপির নেতাকর্মীরা যদি আন্দোলনের নামে লাঠিসোটা নিয়ে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামবে খালেদা জিয়াকে দেয়া এই বিশেষ সুবিধা বাতিল করার দাবিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়