শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সায়দাবাদে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ছাদ থেকে পরে মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে দারুল হিকমাহ মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামের এক নুরানী বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
 
মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল হুদা তুহিন জানান, মাসুম বিল্লাহ নূরানী বিভাগের ছাত্র। সকালে ক্লাসের পর টিফিন বিরতির সময় ছাত্রদেরকে কিছু সময়ের ঘুমানোর জন্য বা রেস্ট এর জন্য বিরতি দেওয়া হয়। সে সময়ে কখন কিভাবে সে ছাদে গিয়েছিল মাদ্রাসায় সিসি ফুটেজ রয়েছে তা দেখে বলা যাবে।

নিহতের মা মঞ্জিলা আক্তার জানান, সকালে ছেলে মাসুম বিল্লাহকে মাদ্রাসায় দিয়ে এসেছি পরে খবর পাই সে মাদ্রাসার ছাদ থেকে পড়ে গিয়েছে পরে সেখান থেকে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।

রেজাউল করিম জানান, মাদ্রাসার ছাদে উঁকি দিতে গিয়ে নিচে পরে গিয়েছে জানতে পেরেছি। তবে কিভাবে সে পড়ে গেছে সেখানে সিসি ফুটেজ রয়েছে তা দেখলে জানা যাবে মাসুম কিভাবে পড়ে যায় বা সেখানে কিভাবে গিয়েছিল।

মাদারীপুর সদর উপজেলার ককবাইল সয়েতলা গ্রামের প্রাইভেটকার চালক রেজাউল করিমের একমাত্র ছেলে মাসুম। মায়ের নাম মঞ্জিলা বেগম। সে বর্তমানে সায়দাবাদ জন পদ মোড় এলাকায় পরিবারের সাথে বাবা-মায়ের সাথে থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়