শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২২, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২২, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়া

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মুগদা থানাধীন উত্তর ঝিলপার বড় মসজিদ এলাকায় নির্মাণাধীন ৭ তলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় মাচাং থেকে নিচে পড়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাড়ে তিন টায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট ভাই মোঃ সরোয়ার জাহান জানান, নির্মাণাধীন ভবনের ৭ তলার বাহির অংশে মাচাং বেঁধে প্লাস্টারের কাজ করার সময় উপর থেকে নীচে পড়ে গুরুতর হন ইকবাল। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৯৮ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক সন্ধা ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ইকবাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা সাহাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। বর্তমানে মুগদায় নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি। তার দুইটি কন্যা সন্তান ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়