শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

বিদ্যুৎস্পৃষ্ট

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কাফরুলে বিদ্যুৎস্পৃষ্টে মোশাররফ হোসেন (৫০) নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় মিরপুরে-১৩ নম্বরে একটি বাসায় এ দুর্ঘটনাটি।

ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের বড় ভাই সানি হোসেন জানান, পেশায় সেই ইলেকট্রিক মিস্ত্রি হলেও বর্তমান কাজ করতেন না। নিজ বাড়ির পাশেই একটি বাসা থেকে বৈদ্যাতিক সংযোগ দেওয়ার কাজে তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে দুই তালার ভবনের ছাদ থেকে বৈদ্যাতিক পোল ওঠে সংযোগ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে নিচে পড়ে গিয়ে আহত হন তিনি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত মোশারফ মিরপুর ১৩ নম্বরের ব্লক বি সেকশন ১৩ ঢাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত মান্নান হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়