শিরোনাম
◈ এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ◈ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট এখন পুলিশ! ◈ এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির ◈ মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ◈ এএফ‌সি থে‌কে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পে‌লো বাফুফে ◈ সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ◈ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, অভিযুক্ত সেই যুবক আটক ◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আলামিন ও ওয়েটার শুভ সূত্রধরকে আটক করা হয়েছে।

তরুণীকে মারধরের ভিডিও আজ সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাদেরকে আটক করে। মারধরের ঘটনাটি গত ১১ এপ্রিলের। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাতে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউসে’র স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ আটক করেছে।
 
 তবে রামপুরা পুলিশ দুজনকে আটকের কথা নিশ্চিত করেছে। এদিকে পুলিশের হাতে আটক হওয়া শুভ ও আলামিন দাবি করেছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করত। ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তারা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভ ও আলামিনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়