শিরোনাম
◈ যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই: মির্জা ফখরুল (ভিডিও) ◈ আবারও চীনের ওপর শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ◈ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান চলছে ◈ ২ হাজার কোটি টাকা খরচ বেড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিলে: বাণিজ্য উপদেষ্টা ◈ থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ◈ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি ◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলগাঁওয়ে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আলামিন ও ওয়েটার শুভ সূত্রধরকে আটক করা হয়েছে।

তরুণীকে মারধরের ভিডিও আজ সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাদেরকে আটক করে। মারধরের ঘটনাটি গত ১১ এপ্রিলের। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাতে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউসে’র স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ আটক করেছে।
 
 তবে রামপুরা পুলিশ দুজনকে আটকের কথা নিশ্চিত করেছে। এদিকে পুলিশের হাতে আটক হওয়া শুভ ও আলামিন দাবি করেছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করত। ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তারা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভ ও আলামিনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়