শিরোনাম
◈ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান সার্জিস আলমের ◈ আরব আমিরাতের অর্থায়‌নে দে‌শের  ৮ বিভাগে হবে স্পোর্টস হাব ◈ লেস্টার সি‌টির ফুটবলার হামজা চৌধুরীর অ‌ভি‌ষেক হ‌বে জাতীয় স্টেডিয়ামে   ◈ গাজায় স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা: তদন্তের প্রতিশ্রুতি ইসরায়েলের ◈ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে: আশিক মাহমুদ ◈ অর্থনীতি স্থিতিশীল থাকায় আইএমএফের সন্তোষ প্রকাশ: অর্থ উপদেষ্টা ◈ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল! ◈ ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ◈ যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্য শুল্ক ছাড় পেতে পারে তার তালিকা করছে এনবিআর ◈ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ শরীয়তপুরের জাজিরায় গ্রেফতার ৮

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য জানিয়েছেন।

এর আগে রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

দগ্ধরা হলেন—রিয়াজুল ইসলাম (৫৫), মো. শামীম (৪৫), মো. কালু মিয়া (৩৫), মো. ফয়েজ (৩০) ও মো. শাওন (২৫)।

তারা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনসেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে তারা বেলুন বিক্রি করেন। রাতে তারা পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। সে সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে তারা নিজেরাই রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে আসেন।

হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, 'কালু ও শামীমের শরীর সামান্য ঝলসে গেছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়