শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।

এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে এসআই নাজমুল আলম বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়