শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার সেই কিশোরটি বেঁচে আছে, নিজেকে নির্দোষ দাবী করে যা বললেন তিনি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যার খবর ভাইরাল হয় গতকাল রাতে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যাননি।

আজ বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া তার পরিবারের দাবি ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি।

আজ রবিউল দাবি করেন , সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হন তিনি। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়।

এর আগে, গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়