শিরোনাম
◈ দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ ◈ অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম ◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত ◈ বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার সেই কিশোরটি বেঁচে আছে, নিজেকে নির্দোষ দাবী করে যা বললেন তিনি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যার খবর ভাইরাল হয় গতকাল রাতে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যাননি।

আজ বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া তার পরিবারের দাবি ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি।

আজ রবিউল দাবি করেন , সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হন তিনি। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়।

এর আগে, গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়