শিরোনাম
◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইস্যুতে আজ বাফুফে সভাপতির সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা ◈ কোকাকোলা থেকে কোলগেট পর্যন্ত মার্কিন সব পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে! ◈ তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল: ২১ আগস্ট গ্রেনেড হামলা ◈ ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ, হতে পারে জেল-জরিমানা! ◈ আফগানিস্তানকে শত্রু বানানোর চেষ্টা কেন, প্রশ্ন ইমরান খানের ◈ বিসিবির অর্থ আত্মসাত, পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ জুলাই ফাউন্ডেশনে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গায়ে মুরগির রক্ত মেখে প্রতারণা! ◈ মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে? ◈ ধরাছোঁয়ার বাইরে শহরের এক নীরব ঘাতক শব্দদূষণ ◈ ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ থেকেই

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি, অভিযুক্ত কিশোরের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ঘটে দুপুরে।

এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিলো না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি।

এরপর, রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত কিশোর নিহত হয়।

অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়