শিরোনাম
◈ বুয়েট ছাত্র আবরার হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ◈ সৌদি আরব থেকে প্রবাসী আয়ে ভাটা, টানা শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র ◈ সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, দুই নারীসহ আহত ৬ ◈ রাজধানীর ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ◈ ২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ ◈ রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক ◈ আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম সুপার ওভারে শূন্য ◈ মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার দল আবাহনী পেয়েছে বড় জয় ◈ সৌদি আরবে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট ◈ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি তিতুমীর শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর ওয়ারীতে বাসার পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে আনোয়ারা বেগম (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্রমোহন বসাক স্ট্রিটে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গৃহবধূর ছেলে মো. সেলিম বলেন, তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। ওয়ারীর ওই বাড়ির পাঁচতলায় ভাড়া থাকেন তারা। তার মা আনোয়ারা বেগম মানসিক রোগী ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল।

সেলিম আরও বলেন, দুপুরে তিনি মসজিদে ছিলেন যোহরের নামাজে। তখন ফোনে খবর পান, বাসার ছাদ থেকে নিচে পড়ে গেছেন তার মা। সঙ্গে সঙ্গে তিনি বাসায় গিয়ে মুমূর্ষু অবস্থায় তার মাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য ওয়ারী থানায় অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়