শিরোনাম
◈ ডাকাতের গুলিতে মাদারীপুরে আহত ৮, গণপিটুনিতে ২ ডাকাত নিহত ◈ ঝগড়ার পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যা বললেন জেলেনস্কি ◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় একজনকে ধরে পুলিশে সোপর্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় রেজওয়ানুল কবির চয়ন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে ধরেন শিক্ষার্থীরা।

ধরা খাওয়ার পর ওই ব্যক্তি বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।’

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, ‘আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে ধরেছি। পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সে জন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে ধরে রাখে। পরে কোতোয়ালি থানা-পুলিশের সঙ্গে কথা বলে তাকে আমরা পুলিশে সোপর্দ করি।’

আটক রেজওয়ানুল কবির শিক্ষার্থীদের কাছে নিজেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। তবে তিনি কোন শিক্ষাপ্রতিষ্ঠান বা শাখার ছাত্রলীগের সদস্য, তা জানা যায়নি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়