শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৩ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনদুপুরে মালিবাগে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ভু্ক্তভোগী শিক্ষার্থী শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অব টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সাইন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান জানান, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম ফিলাপ করার জন্য ৪৫ হাজার টাকা উত্তোলন করে। সেখান থেকে কলেজে যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তার রাস্তা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতে আহত করে। তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়