শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: ঢাকার উত্তরা এলাকার বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহতারা হলেন, আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম (মিম) (২০)। রাব্বি ও মিম সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

জানা যায়, মিমকে রাত সাড়ে ৩টার দিকে এবং রাব্বিকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার (বিএনএস) সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে তার স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়