শিরোনাম
◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার, যা জানা গেল ◈ ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি ◈ ফলক থেকে নাম মুছে দিয়েই ভাষা আন্দোলনে গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না : জামায়াত  ◈ এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা ◈ মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জিত হবে না : প্রধান উপদেষ্টা ◈ অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর ◈ বাংলাদেশের হারের জন্য ব্যাটিং-ফিল্ডিং ইউনিটকে দায়ী করলেন শেবাগ ও মাঞ্জারেকার ◈ ব্যাটিং ব্যর্থতায় আমরা ভারতের কাছে হেরে গেছি: অধিনায়ক শান্ত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিক্সা থামিয়ে উত্তরায় দম্পতিকে কোপাল কিশোর গ্যাংয়ের সদস্যরা

রাজধানীর উত্তরায় রিক্সা থামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে এই ঘটনা ঘটে।

এরই মধ্যে দা দিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে দেশীয় দা হাতে কোপাচ্ছে।

কোপের শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু ছিল বলে জানা গেছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন যুগান্তরকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুজনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে যারা জড়িত তাদেরকে শেকড় থেকে বের করে আনতে হবে।

তিনি জানান, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ণ বাজিয়ে যাচ্ছিল। এসময় রিক্সা থেকে মকবুল ও ইফতি প্রতিবাদ করায় ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং বাহিনীকে জড়ো করে তাদেরকে কোপানো হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংয়ের ওই গ্রুপটি টঙ্গী এলাকার বলে জানিয়েছে স্থানীয়রা। সন্ধ্যার পর পর উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে।

এদিকে জনসম্মুখে দুই পথচারীকে দা দিয়ে কোপানোর ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই স্বামী-স্ত্রী দম্পতিকে হাতে থাকা দা দিয়ে আঘাত করছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। 

ঘটনার সময় পাশে থাকা একটি মোটরসাইকেলকেও দেখা গেছে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে সন্ত্রাসীরা সেক্টরের বিভিন্ন রোড ধরে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এ সময় আটককৃতদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়