মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: সাভারের আশুলিয়ায় কারখানার ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তফা (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার রেডিয়েন্স পোশাক কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :